শিরোনাম
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সপরিবারে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন।
তার সঙ্গে একই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সে ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার লন্ডন গেছেন তারা। সেখানে ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশটির হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহনও করবেন।
২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী যে হরতালের ডাক দিয়েছে, এ বিদেশ যাত্রার কারণে সেই কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না। আগামী তিন সপ্তাহের মধ্যে জাফরুল্লাহর দেশে ফেরার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র।
সূত্র: দেশ রূপান্তর