শিরোনাম
শান্তিবাগের বাসিন্দা সামিয়া আফরান জামাল প্রীতি। কয়েক দিন বান্ধবী সুমাইয়ার বাসায় ছিলেন সামিয়া আফরান জামাল প্রীতি (২২)। শান্তিবাগের বাসায় ফেরার পথে মায়ের ফোন, ‘তোর মামা চট্টগ্রাম থেকে আসছে, বাসায় থাকার সমস্যা, আজকে তোর আসার দরকার নাই, বান্ধবীর বাসায় থাক।’ কিন্তু কে জানতো কলেজছাত্রী সামিয়া আর কখনোই বাসায় ফিরবেন না।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন সামিয়া।
শুক্রবার বেলা ১২টার দিকে সামিয়ার মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে হাজির হন বাবা জামালউদ্দিন। তিনি বলেন, “খিলগাঁওয়ের বান্ধবীর বাসা থেকে আমাদের বাসায় আসছিল সামিয়া। পরে ওর আম্মু বলল, ‘তোর মামা চট্টগ্রাম থেকে আসছে, বাসায় থাকার সমস্যা, আজকে তোর আসার দরকার নাই, বান্ধবীর বাসায় থাক।’ পরে সামিয়া বান্ধবীর বাসায় ফিরে যাচ্ছিল, তখন এ ঘটনা ঘটে।”
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। একই ঘটনায় নিহত হন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়া। ওই সময় পাশে ছিল বান্ধবী সুমাইয়া।
পুলিশ জানিয়েছে, সামিয়ার পিঠে গুলি লেগেছে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করা হচ্ছে। সেই এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সামিয়া। অকৃতকার্য হওয়ায় আবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সুত্র: দেশ রূপান্তর