শিরোনাম
বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। অভিনয় জীবনের তিন দশকে পা দিলেন এই চিত্রনায়িকা। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল তার অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি। সেই থেকে কেটে গেল ২৯ বছর।
এই দীর্ঘ সময়ে মৌসুমী অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি আমেরিকায় মায়ের সঙ্গে অবস্থান করছেন। সেখান থেকে মোবাইল ফোনে মৌসুমী বলেন, ‘জীবন থেকে এত দ্রুত সময় চলে যায়! এখনো মনে হয় এই তো সেদিন আমি আর সালমান একসঙ্গে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার কাজ শুরু করলাম। আর আজ দেখতে দেখতে ত্রিশ বছরে পদার্পণ করলাম।
আজ ভীষণভাবে মনে পড়ছে আব্বুর কথা। মনে পড়ছে আমার প্রথম সিনেমার হিরো সালমানের কথা, মান্না ভাইয়ের কথা। প্রযোজক, পরিচালক, সাংবাদিক সবার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার বাবা, মা দুই বোন স্নিগ্ধা, ইরিন সব সময় আমার পাশে থেকেছে। ভালোবাসায়, সুখে দুঃখে পাশে আছেন আমার স্বামী ওমর সানী। তার দিকনির্দেশনা এবং অভিভাবকত্বের কারণেই আমাদের পরিবার আজ সুখী পরিবার। দর্শকের প্রতিও রইল অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা।’
তিনি জানিয়েছেন, এ মুহূর্তে দেশে ফিরছেন না। আরও কিছুদিন মায়ের সঙ্গে কাটিয়ে তবে দেশে ফেরার ইচ্ছা তার।
সূত্র: যুগান্তর