তাসকিন ঝড়ে ১৫৪ রানেই অলআউট দ. আফ্রিকা

ফানাম নিউজ
  ২৩ মার্চ ২০২২, ২০:২৪
আপডেট  : ২৩ মার্চ ২০২২, ২০:৩২

দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ আগুন ঝরালেন। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করলেন ডানহাতি পেসার। তার বোলিং তোপে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল অল্পতেই।

টছে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ১৩ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায়। ডানহাতি পেসার তাসকিন আহমেদ শিকার করেছেন ৫ উইকেট।

অর্থাৎ সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৫৫ রান। এ মাঠে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। পরে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচ সিরিজে ফিরে ১-১ সমতা।

এদিন দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিনা উইকেটে ৪৬ রান থেকে ১৫৪ রানে অলআউট হয়েছে তারা। সেটাও ১৩ ওভার বাকি থাকতে।

কুইন্টন ডি কক ও জানেমান মালানের ৪৬ রানের উদ্বোধনী জুটিটাই প্রোটিয়াদের সর্বোচ্চ। মালান দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন। এ ছাড়া কেশভ মহারাজ ২৮ ও ডোয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন।

তাসকিন ৯ ওভারে ৩৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয়বার এই কীর্তি গড়তে প্রায় ৮ বছর লাগল তার।

সাকিব ৯ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এ মাঠে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। পরে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচ সিরিজে ফিরে ১-১ সমতা। চলমান ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী।

সূত্র: দেশ রূপান্তর