শিরোনাম
লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় আরও দুটি লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ভেসে ওঠা লাশ দুইটি উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটজন।
এদিকে, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হলেও ভেতরে কোন লাশ পাওয়া যায়নি বলে জানান জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিক ভাবে জানাতে পারেননি তিনি।
অন্যদিকে, লঞ্চডুবির ঘটনায় আটক করা হয়েছে আটজন কর্মকর্তা কর্মচারীসহ সিটি গ্রুপের মালিকানাধীন এমভি রূপসী-৯ কার্গো জাহাজটি। এছাড়া অনির্দিষ্ট কালের জন্য নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, ঘটনা তদন্তে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা করা হয়েছে দুইটি।
সোমবার দুপুরে নৌ নিরাপত্তা উপপরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে আটজনকে আসামি করে নৌ থানায় ও নৌ আদালতে মামলা দুটি করেন।
মাসুদ কামাল আরও জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ রুটে অনির্দিষ্ট কালের জন্য লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা ওসি মো. মনিরুজ্জামান বলেন, মামলার পর লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের আটক মাস্টার-ড্রাইভার ও গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মৃত উদ্ধার হওয়া আটজনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল ভূঁইয়া (৫০), রমজানগো এলাকার দ্বীন ইসলামের স্ত্রী আরিফা বেগম (৩৫), তার ১৫ মাসের শিশু পুত্র সাফায়েত হোসেন, গজারিয়ার ইসমাইলের চর এলাকার জয়রাজ বংশীর মেয়ে স্মৃতি রাণী বর্মণ (১৯), সোনারগাঁ থানার দেলরবাগ এলাকার আবু তাহেরের স্ত্রী সোনারগাঁয়ের বৈদ্যরবাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে খায়রুন ফাতেমা (৪৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের আজিজের মেয়ে সালমা (৩৩), একই এলাকার ইউনুছ খলিফার মেয়ে ফাতেমা (৭)। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। কিছু যাত্রী লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠলেও অন্য পানিতে তলিয়ে যায়।
সূত্র: দেশ রূপান্তর