হিলিতে কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ২০ টাকা কমেছে

ফানাম নিউজ
  ১৯ মার্চ ২০২২, ১৬:২৯

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কয়েক দিন বাড়তি দামের পর সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে পাইকারিতে কাচা মরিচের দাম কমেছে প্রতি কেজিতে ২০ টাকা।

দুদিন আগেও প্রতিকেজি কাচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একইভাবে খুচরাতেও কাচা মরিচের দাম কমেছে। পূর্বে ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কাচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম জানান, সামনে রমজান আসছে এর আগেই নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে কাচা মরিচের দাম খানিকটা বেড়ে গিয়েছিল। এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের বিপাকের মধ্যে পড়তে হচ্ছে।দাম বাড়তি থাকার কারণে বাধ্য হয়ে ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছিলাম। তবে এখন আবারও কিছুটা কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে এতে করে আমাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। 
 
এছাড়া হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, আসলে কাঁচামালের মূল্য নির্ভর করে বাজারে পণ্যটির সরবরাহের ওপর। মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমার কারণে এর দাম বেড়ে গিয়েছিল। এখন নীলফামারী ও ডোমারসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে আবারও কাঁচামরিচ সরবরাহ বেড়েছে যার কারণে দাম কমতে শুরু করেছে।

সূত্র: দেশ রূপান্তর