কলেজছাত্র রাজু হত্যা মামলা: শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফানাম নিউজ
  ০৯ মার্চ ২০২২, ২০:৩১

মাগুরার শ্রীপুরের কলেজ পড়ুয়া ছাত্র রাজু হত্যার ঘটনায় মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রাজুর বাবা আকতার শেখ মঙ্গলবার রাতে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন। আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান ওই মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, স্থানীয় হাতেম আলি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল।

যার ধারাবাহিকতায় সোমবার রাতে কাজী আবদুর রউফ সমর্থকরা তখলপুর গ্রামে বাড়ির ওপর হামলা চালিয়ে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে কলেজছাত্র রাজুকে। গুরুতর আহতাবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজু ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

 শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

এর আগে হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সূত্র: দেশ রূপান্তর