শিরোনাম
দীর্ঘ চার মাস পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ফতুয়াদাতা ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) আটক করেছে।
আটক উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট’র বাসিন্দা আব্দুল করিমের ছেলে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। দীর্ঘ চার মাস পর্যন্ত পলাতক ছিলেন জকোরিয়া। শনিবার (৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০১৫ সালে মিয়ানমার থেকে এদেশে পালিয়ে আসেন জকোরিয়া। তারপর উখিয়ার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নেন। পরে সুযোগ বুঝে মিয়ানমারে চলে যান। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন সহ্য করতে না পেরে পুরো পরিবার নিয়ে এদেশে পালিয়ে আসেন।
এরপর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। ২০১৯ সালে পান ফতোয়া বিভাগের দায়িত্ব। ২০২০ সালে কথিত আরসার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা, এআরএসপিএইচ-এর সাবেক প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সঙ্গে তার মতবিরোধ ছিল। রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের পর থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে সাঁড়াশি অভিযান শুরু হলে তিনি আত্মগোপনে চলে যান। আটক জকোরিয়াকে রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।
এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। দীর্ঘ চার মাস পলাতক ছিলেন তিনি।
সূত্র: দেশ রূপান্তর