শুক্রবার ‘গুণিন’ নিয়ে হাজির সিনেমা হলে রাজ-পরী

ফানাম নিউজ
  ০৬ মার্চ ২০২২, ১৫:৪১

আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোচিত সিনেমা ‘গুণিন’। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম ও পরিণয়ে জড়ান নায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমণি।

এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্র পায় ‘গুণিন’। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো অরিজিনাল ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

সিনেমাটি নির্মিত হয়েছে হাসান আজিজুল হকের ‘গুণিন’ নামের গল্প অবলম্বনে। যার সম্পর্কে বলা হচ্ছে, অলৌকিক ঘটনায় ঘেরা আদিম এক সমাজের অন্যরকম ভালোবাসার গল্প।

পরিচালক সেলিম বলেন, ‘গুণিন সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোট গল্পকে সিনেমায় রূপ দেওয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সঙ্গে প্রথম থেকেই পাশে ছিল চরকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’

অভিনেতাদের প্রসঙ্গে বলেন, ‘সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব ডেডিকেটেড ছিলেন।’

এছাড়াও ছবির নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। রাজ-পরী ছাড়াও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, বীথি রানী সরকার. শাহরিয়ার অপু, নাসির উদ্দিন খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।

সূত্র: দেশ রূপান্তর