শিরোনাম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক নারী আধাঘণ্টার ব্যবধানে দুই ডোজ টিকা গ্রহণ করেছেন।
ওই নারীর নাম রোকেয়া বেগম (৪০)। তিনি মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে ৭৫ লাখ টিকাদান কর্মসূচীর আওতায় মানিকগঞ্জের সকল ইউনিয়ন এবং পৌরসভায় টিকা দেওয়া হয়।
টিকা গ্রহণকারী নারী রোকেয়া বেগম জানিয়েছেন, সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক মেয়ে বাম হাতে টিকা দেয়। আধাঘণ্টা পর সে আবারও টিকা দেয়। আমি মনে করছি দুই বার টিকা নেওয়া লাগে। এখন সবাই বলেতেছে সমস্যা হবে। ভয় লাগতাছে।
কাঞ্চনপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বে থাকা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী গাজী আল মামুন কনক দুই ডোজ টিকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ বলেন, হয়তো ভীড়ের মাঝে ভুলে দুই ডোজ দেওয়া হয়েছে। টিকা গ্রহণকারীকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাকে যথাযথ সেবা দিতে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আমি ফোনে নির্দেশনা দিয়েছে। সূত্রঃ আরটিভি