অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১

শীতের প্রভাব কমে বাড়ছে তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন আকাশ কাটিয়ে দিনের বেলায় দেখা মিলছে সূর্যের। গত কয়েকদন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আজ দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিনদিনে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর তেঁতুলিয়ায় ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে, ৩০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তা থেকে বেড়ে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

সূত্র: জাগো নিউজ

আবহাওয়া এর পাঠক প্রিয়