শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো কয়েকদিন

ফানাম নিউজ
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫

দুই দিন বৃষ্টির পরপরই সারা দেশে হাড়কাঁপানো শীত নেমেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকেই রাজধানীসহ সারা দেশে শীতের পাশাপাশি কুয়াশার তীব্রতা বেড়েছে। তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অফিস বলছে, দেশে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ পরিস্থিতি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে। আর ১২ ফেব্রুয়ারির মধ্যে শীত কমে পরিস্থিতির উন্নতি ঘটবে।

এর মধ্যে দেশের ৮টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম। এটি অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সূত্র: বিডি প্রতিদিন

আবহাওয়া এর পাঠক প্রিয়