সর্বোচ্চ বায়ুদূষণ গাজীপুরে, সর্বনিম্ন মাদারীপুর

ফানাম নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪

এক গবেষণায় বলা হয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে গাজীপুরে সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়। দূষণের শীর্ষে থাকা এই জেলায় বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এবং তৃতীয় নারায়ণগঞ্জ। আর দূষণের মাত্রা সবচেয়ে কম মাদারীপুরে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় গবেষণার ফল। ‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার প্রতিবেদন তুলে ধরেন গবেষক দলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

জরিপ প্রতিবেদন অনুযায়ী, রাস্তা খোড়াখুড়ি, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, শিল্প কারখানাসহ বিভিন্ন কারণে গাজীপুরে দূষণ সবচেয়ে বেশি। যদিও বায়ু দূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম। কিন্তু গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম। পক্ষান্তরে মাদারীপুরে এ মান ৪৯ মাইক্রোগ্রাম। মূলত মাদারীপুরে জলাশয়, নদী ও গাছপালার আধিক্যের কারণে বায়ুমান ভালো বলে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া এর পাঠক প্রিয়