চট্টগ্রামে ছয় হাজার লিটার তেল জব্দ

ফানাম নিউজ
  ১৫ মে ২০২২, ১৫:১০

চট্টগ্রামে ছয় হাজার ১২০ লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার সল্টগোলা ঈশান মিস্ত্রির বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, র‍্যাবের সমন্বয়ে সকালে ঈশান মিস্ত্রির বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স আসাদ বাণিজ্যলয় নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে ছয় হাজার ১২০ লিটার খোলা সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। এসব সয়াবিন ১৩৩ টাকা ও পাম ১২৭ টাকায় কেনা হয়েছিল।

তেল মজুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত তেল আগের দামে বিক্রি করা হবে বলে লিখিত অঙ্গীকার করেছেন ওই ব্যবসায়ী।

সূত্র: আরটিভি