শিরোনাম
বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির বলেছেন, তৎকালীন সেনা সমর্থিত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র করেছিল।
তিনি যাতে এদেশে রাজনীতি করতে না পারেন, দেশে না ফিরতে পারেন সেজন্য এসব ষড়যন্ত্র করা হচ্ছিল। তবে ২০০৭ সালের ৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন শত বাধা-হুমকি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে স্বদেশে প্রত্যাবর্তন করেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি শনিবার শেখ হাসিনার স্বদেশে ফেরার ঐতিহাসিক ৭ মে উপলক্ষে ঝালকাঠির সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান।
সাতুরিয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ালী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সূত্র: জাগো কণ্ঠ