সিলেট অঞ্চলের সব নদ-নদীর পানি বাড়ছে

ফানাম নিউজ
  ০৫ মে ২০২২, ০৬:৩৬

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র: আরটিভি