শিরোনাম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা, ভাড়–খালীসহ বিভিন্ন স্থানে এই ঈদের জামাতের পাশাপাশি বাড়িতে বাড়িতে ঈদের উৎসব অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। নামাজ পরবর্তী ধর্মীয় আলোচনা করেন মাওলানা জি এম হাসান বিন মাহমুদ।
নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের মধ্যে কোলাকুলি করেন। এ ছাড়া সেখানে ঈদের খাবারও বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা তালার ইসলামকাটি, খলিলনগর, কলারোয়ার সোনাবাড়িয়া, এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
সূত্র: দেশ রূপান্তর