শিরোনাম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১০ গ্রামের প্রায় শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদ্যাপন করছেন।
সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার, হরিণাকুণ্ডু দখলপুর, ফলসী, বৈঠাপাড়া, বলরামপুর, কুলবাড়িয়া, ভালকি, চটকাবাড়িয়া, নিত্যনন্দপুরসহ ১০টি গ্রামের প্রায় শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদ্যাপন করছেন।
সকাল ৮টায় শহরের উপজেলা মোড় এলাকায় কামরুল হাসান দুলদুলের মিল (চাতাল), ভালকি কুটিরপাড়া জামে মসজিদ ও নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এসব ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম, ইমদাদ হোসেন ও হাফেজ নোমান।
শতাধিক মুসল্লি পৃথকভাবে ওই তিনটি স্থানে ঈদের নামাজ আদায় করেন।
মধ্যপ্রাচ্যের সঙ্গে রেখে বিগত ১৪ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন এসব মুসল্লিরা।
নামাজ আদায়কারী মুসল্লি নেতা আ. ন. ম বজলুর রহমান বলেন, ১৪ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। প্রথমে তারা একটি স্থানে ঈদের নামাজ আদায় করলেও দুই বছর ধরে উপজেলার তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: আরটিভি