শিরোনাম
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ।রাজধানীর সদরঘাটে ছিল দক্ষিণাঞ্চলবাসীর উপচে পড়া ভিড়।
ঘাটে হুড়োহুড়ি করে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চ ও পন্টুনের মধ্যবর্তী স্থানে চাপা খেয়ে পটুয়াখালীর শাহজালাল (৩৭) নামের এক যাত্রীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কবির হোসেন নামে আরেক যাত্রীর পা ভেঙে গেছে।
সদরঘাটের নৌ পুলিশ জানায় রোববার (১ মে)সকাল সাড়ে সাতটার দিকে পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়ে।যাত্রীরা হুড়োহুড়ি করে লঞ্চে উঠতে ব্যস্ত হয়ে পড়ে।এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা পড়ে পটুয়াখালীর শাহজালালের বাঁ পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়।
আর কবির হোসেনের ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় নৌ পুলিশ।
সূত্র: আরটিভি