শিরোনাম
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ২০ যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে স্পিডবোট ডুবির ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন। এর আগে একই দিন সকাল ১০টায় কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় ২০ যাত্রী নিয়ে একটি স্পিড বোর্ড গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাট এর উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে স্পিড বোর্ড এর ড্রাইভার বোর্ড থেকে আবারও ঘুরিয়ে চরের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরমধ্যে স্পিডবোট ডুবে যায়। এ সময় ২০ যাত্রী পানিতে পড়ে যায়। তাদের মধ্যে দুই শিশু ঘটনাস্থলে মারা যায়। এখনো সৈকত (৯) মায়েসা (৬) দুই ভাইবোন খোঁজ পাওয়া যায়নি।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন জানান, হঠাৎ কাল বৈশাখী ঝরে স্পিডবোট ডুবে যায়। এ সময় সবাইকে উদ্ধার করতে পারলেও দুজন মারা যায়।