পুলিশের ধাওয়ায় শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

ফানাম নিউজ
  ০৪ এপ্রিল ২০২২, ১২:৩৯

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে মামুন হোসেন (২৪) না‌মে এক যুবক নিখোঁজ  হয়েছে। 

গতকাল রোববার ইফতারের আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের দক্ষিণ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের প্রাথমিক চেষ্টা করে। পানির গভীরতা ৩৫-৪০ ফুটের অধিক হওয়ায় এবং ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ বন্ধ করে দেয় তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর থানায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের দক্ষিণ জেলেপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মামুন হোসেনকে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। 

উপপরিদর্শক মো. শাকিল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকা থেকে মামুনকে গ্রেফতার করতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করে মামুন। এ সময় পুলিশ তাকে পেছন থেকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে মামুন পাশের শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ডুবুরি দল না পৌঁছানোয় রাত প্রায় ১০টার দিকে উদ্ধারকাজ বন্ধ করে দেয়। 

শ্রীপুর থানার ইন্সপেক্টর মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, মামুনের বিরুদ্ধে থানায় নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকালে দৌড়ে আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। 

সূত্র: যুগান্তর