শিরোনাম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫টি কেন্দ্রের ৯১টি বুথে ২৮ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ৬ জন ম্যাজিস্ট্রেট, ২৫৫ জন পুলিশসহ, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়া ১৩ জন নির্বাচন কমিশনারের নিজস্ব কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এন এম সাজজিল সাদিক বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আশা করছি, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে পাররামরামপুর ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশে তিন মাস স্থগিত থাকার পর আজ ভোটগ্রহণ শুরু হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন