সবার দোয়া চাইলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

ফানাম নিউজ
  ১৯ মার্চ ২০২২, ০৮:৪৫

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দেশের ইতিহাসে সর্বাধিক বাজেট প্রদানকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন ৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক।

চারদিনের সফর শেষে সিলেট ত্যাগকালে আবুল মাল আবদুল মুহিত বলেন, করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছর পর ১৪ মার্চ আমি সিলেটে আসি। এর ঠিক দুই বছর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে এসেছিলাম। মাঝখানে দুটি বছর অসুস্থতা ও করোনার কারণে সিলেটে আসতে পারিনি।

তিনি আরও বলেন, আমি নিজেও এই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলাম। যাই হোক দুই বছর পর এবার জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সিলেটে থাকতে পেরে এবং সিলেটের আওয়ামী লীগ নেতাদের ও আমার দুই নাতনীকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটতে পেরে খুবই আনন্দিত। সেই সঙ্গে শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করতে পেরে আনন্দিত।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুহিত আরও বলেন, ১৪ মার্চ রাতে সিলেটে পৌঁছার পর, গত চারদিন সিলেট আওয়ামী লীগের নেতারা, সিটি করপোরেশন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা সর্বোপরি সিলেটের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। ৮৮ বছর বয়সে এসে জন্মভূমিতে এমন সম্মান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সিলেটে আসার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিলো। প্রায়ই আমার ছেলে শাহেদকে বলতাম সিলেটে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু চিকিৎসকদের অনুমতি না থাকায় আসা হয়নি। গত ৫ মার্চ রুটিন চেকআপের জন্য আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন হাসপাতালে থাকার পর গত ১১ মার্চ বাসায় ফিরে আমি সিলেটে আসার জন্য ছেলেকে বলি। পরে সে ১৪ মার্চ আমাকে নিয়ে আসে।

‘দুই বছর পর সিলেটে এসে দেখলাম এই করোনা পরিস্থিতির মধ্যেও এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং প্রচুর উন্নয়ন কার্যক্রম চলমান। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘এই চারদিনে সিলেটের অনেক প্রিয়জনের সঙ্গে দেখা হয়েছে, আবার অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ খুব শিগগির আবার সিলেটে আসবো, দেখা হবে, কথা হবে সবার সঙ্গে। আপনাদের জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।’

সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট দেওয়া আবুল মাল আবদুল মুহিত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে তার জন্ম। তিনি বর্তমানে লিভার ক্যান্সারে আক্রান্ত। বছরখানেক আগে নিশ্চিত হওয়া গেলেও সেটি প্রকাশ করা হয়নি।

সূত্র: জাগো নিউজ