সীমান্ত পেরিয়ে দিনাজপুরে এলো নীলগাই, জনগণের ধাওয়ায় মৃত্যু

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ০৪:৫২

ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে মৃত্যুর মুখে পতিত হলো একটি নীলগাই। তবে বনবিভাগের কর্মকর্তারা বলেছেন, জনগণের ধাওয়ায় হার্ট অ্যাটাকে প্রাণীটির মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নীলগাইয়ের মরদেহ বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গেছে।

স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, খাবারের সন্ধানে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার কামদেবপুর এলাকায় প্রবেশ করে একটি নীলগাই। সীমান্তঘেঁষা এলাকার শালবাগান ও ধানক্ষেতে নীলগাইটিকে বিচরণ করতে দেখেন স্থানীয়রা। একে একে জড়ো হয়ে তারা ধাওয়া দিয়ে প্রাণীটিকে আটক করতে চেষ্টা করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন বিজিবির সদস্যরা।

এসময় বনবিভাগের কর্মকর্তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নীলগাইকে ধাওয়া না করার জন্য অনুরোধ করেন। কিন্তু এরপরও বিষয়টিতে কেউ কর্ণপাত করেননি। অবশেষে ধাওয়া দিয়েই নীলগাইটিকে আটক করা হয়। এসময় নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে বনবিভাগের কর্মকর্তারা চিকিৎসা দিতে চাইলেও তা করতে দেওয়া হয়নি। পরে বিজিবির সদস্যরা নীলগাইটিকে তাদের ক্যাম্পে নিয়ে যান।

দিনাজপুর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, ‌‘সীমান্ত এলাকা হওয়ার কারণে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় বিজিবি সদস্যরা প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যান। সেখানেই প্রাণীটি মারা যায়।’

ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে নীলগাইটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বনবিভাগের এ কর্মকর্তা।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া গ্রামে বিলুপ্তপ্রায় একটি নারী নীলগাই উদ্ধার হয়। পরে সেটিকে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিরিয়াখানায় নিয়ে আসা হয়।

২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজারে একটি পুরুষ নীলগাই ট্রাকে করে পাচার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেন। পরে বংশ বিস্তারের আশায় পুরুষ নীলগাইটিকে রামসাগর জাতীয় উদ্যাগে নারী নীলগাইয়ের সঙ্গে রাখা হয়।

সঙ্গী পাওয়ার প্রায় একমাস ৮ দিন পর চলতি বছরের ১৬ মার্চ বিকেলে রামসাগরের কৃত্রিম বনে দৌড়াদৌড়ি করার সময় ঘেরে দেওয়া নেটের ভেতর আটকে মারা যায় দেশের একমাত্র নারী নীলগাইটি।

গত ১৭ এপ্রিল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নিমইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তে আরও একটি নীলগাই উদ্ধার হয়। পরে প্রাণীটিকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। প্রায় একমাস পর ১৯ মে মান্দা উপজেলার জোতবাজার থেকে উদ্ধার হওয়া নীলগাইটি মারা যায়। পরে সেটি গোপন রাখে রামসাগর জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৯ আগস্ট রামসাগর জাতীয় উদ্যানে থাকা একমাত্র নীলগাইটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।

সূত্র: জাগো নিউজ