লাল বলে শাহরুখ খানের ঝড়, ৩০ বাউন্ডারিসহ সেঞ্চুরি

ফানাম নিউজ
  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮

দারুণ পারফর্ম করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন শাহরুখ খান।এবারের নিলামে তাকে ৯ কোটি টাকায় কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।

এক কথায়  টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে স্বীকৃত পারফরমার ও পরীক্ষিত ফিনিশার তিনি।

তবে এবার শাহরুখ খান দেখিয়ে দিলেন, লাল বলেও তিনি কম যান না। 

চার-ছক্কার জোয়ার বইয়ে দিয়ে দ্বিশতকের কাছাকাছি চলে গিয়েছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। 

রনজি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দিল্লির বিপক্ষে শনিবার সাত নম্বরে নেমে ১৪৮ বলে ১৯৪ রানের টর্নেডো ইনিংস খেলেন শাহরুখ। ইনিংসটি গড়েন তিনি ১০ ছক্কা ও ২০ চারে।

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকে ভারতীয় ব্যাটার নিয়ে গেলেন 

শাহরুখ খান (Shahrukh Khan) রঞ্জিতে ঝড় তুললেন।

দারুণ পারফর্ম করে টি ২০’র ফিনিশার এবার ঝড় তুললেন বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে। শাহরুখ খান দেখিয়ে দিলেন, লাল বলেও তিনি কম যান না। রনজি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দিল্লির বিপক্ষে শনিবার সাত নম্বরে নেমে ১৪৮ বলে ১৯৪ রানের টর্নেডো ইনিংস খেলেন শাহরুখ। ইনিংসটি গড়েন তিনি ১০ ছক্কা ও ২০ চারে। শাহরুখ ফিফটি স্পর্শ করেন ৫১ বলে। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন। সেঞ্চুরিতে পা রাখেন ৮৯ বলে। এরপর দিল্লির বোলারদের আরো তুলোধোনা করে এগিয়ে যেতে থাকেন।

নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে আর মাত্র প্রয়োজন ছিল কেবল একটি ছক্কার দূরত্ব। কিন্তু নিতিশ রানার অফ স্পিনে এলবিডব্লিউ হয়ে দ্বিশতকের মাইলফলক ছোঁয়া হয়নি শাহরুখের। 

দ্বিশতক না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি হয়ে গেল আইপিএল তারকার।

তার এই অনবদ্য ইনিংসটি এসেছে দলের গুরুত্বপূর্ণ সময়ে। এক কথায় দলকে খাদের কিনারা থেকে তুললেন শাহরুখ।

গৌহাটিতে যখন তিনি ক্রিজে যান, তামিলনাড়ুর ইনিংস তখন নড়বড়ে। দিল্লির ৪৫২ রানের জবাবে তাদের রান ৫ উইকেটে ১৬২। সেখান থেকেই দুর্দান্ত খেলে দলকে লিড এনে দেন শাহরুখ।

আইপিএলের নিলামে শাহরুখের বেস প্রাইস ছিল ৪০ লাখ মাত্র। সেখান থেকে ২২.৫ গুণ দর উঠে রেকর্ড ৯ কোটিতে বিক্রি হয়েছিলেন তিনি। যা বিস্ময় জাগিয়েছিল। এ নিয়ে কানাকানিও হয়। তবে এমন দুর্দান্ত ইনিংস খেলে সেই কানাকানি থামিয়ে দিলেন শাহরুখ। তিনি যে সত্যিই দাম ক্রিকেটার তা বোঝালেন ব্যাট হাতে।

রঞ্জি ট্রফির সেই ম্যাচে শাহরুখের পাশাপাশি এদিন দিল্লির বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেন তামিলনাড়ুর বাবা ইন্দ্রজিত। ১১৭ করেন তিনি। তিনিও বুঝিয়ে দিলেন তাকে কিনে সঠিক সিদ্ধান্তই নিয়েছে কেকেআর। 

শাহরুখ-ইন্দ্রজিতের জোড়া সেঞ্চুরির সুবাদে দিল্লির প্রথম ইনিংস করা ৪৫২ রানকে ছাপিয়ে তামিলনাড়ু করেছে ৪৯৪ রান।