বড় অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ান

ফানাম নিউজ
  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৩

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। টুর্নামেন্টের একেবারে শেষ দিকে এসে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ফকনার। ২০১৭ সালের পর আর অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ না খেলা এই বাঁহাতি পেসার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে চুক্তির বরখেলাপের অভিযোগ করেছেন তিনি।

এদিকে তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে ভবিষ্যতে তাঁকে আর কখনো পিএসএলের ড্রাফটে না রাখার সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।

কোয়েটা গ্লাডিয়েটর্সের অলরাউন্ডার ফকনার এ অভিযোগ করে টুইট করেছেন। এভাবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই চলে যাওয়ার কারণে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ দুই ম্যাচের আগে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে এবং পিএসএল টি-টোয়েন্টি থেকেই চলে যেতে হচ্ছে। পিসিবি আমার চুক্তি আর পারিশ্রমিক নিয়ে কথার বরখেলাপ করেছে।’

পিসিবি তাঁর সঙ্গে মিথ্যাচার করেছে বলেও টুইটে উল্লেখ করেছেন ফকনার, ‘আমি টুর্নামেন্টে পুরো সময়টা ছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে মিথ্যাচারই করে যাচ্ছিল।’ 

তা যে কারণেই চলে যেতে হোক না কেন, পিএসএল শেষ করে না যেতে পারায় কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন ফকনার, ‘টুর্নামেন্ট ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। কারণ, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমি সাহায্য করতে চেয়েছিলাম। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা আছে এবং এখানকার সমর্থকেরা অসাধারণ। কিন্তু পিসিবি ও পিএসএল আমার সঙ্গে যে আচরণ করেছে, তা লজ্জার। আমি নিশ্চিত, আপনারা সবাই আমার অবস্থা বুঝতে পারছেন।’

কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রথম ৮ ম্যাচের ৬টিতে খেলেছেন ফকনার। গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচের আগে টুর্নামেন্টে দলের নবম ম্যাচের আগে টুইট করে পিএসএল ছেড়ে যাওয়ার ঘোষণা দেন ২০১৫ বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড়। আগামীকাল কোয়েটা প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলবে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা করাচি কিংসের বিপক্ষে। ৯ ম্যাচে ৩টি জয়ে এ মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে কোয়েটা।

ফকনারের এই টুইটের জবাবে বাংলাদেশ সময় পাঁচটায় পাল্টা টুইট করেছে পিসিবি, ‘জেমস ফকনারের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ পিসিবি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের নজরে এসেছে এবং এ ব্যাপারে খুব দ্রুত এক বিবৃতিতে বিস্তারিত জানানো হবে।’  পিসিবি ৭টা ২৫ মিনিটে এক বিবৃতি দিয়েছে। সে বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়ে বড় এক সিদ্ধান্তও জানিয়েছে তারা। ভবিষ্যতে ফকনারকে আর কখনো পিএসএলের ড্রাফটে না রাখার সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।

ফকনারের হঠাৎ করেই পিএসএল ছেড়ে যাওয়া নিয়ে পাকিস্তানের জিও নিউজকে পিসিবির সূত্র বলেছে, ফকনারকে তাঁর মোট পাওনার ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে। বাকি ৩০ শতাংশ পিএসএল শেষ হওয়ার ৪০ দিন পর দেওয়ার কথা। কিন্তু ওই সূত্রের দাবি, কোয়েটার কাছ থেকে ফকনার বাড়তি অর্থ দাবি করেছেন!

পিসিবি ফকনারের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছে। জিও নিউজ পিসিবির সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘যাওয়ার আগে মদ পান করে তিনি পার্ল কন্টিনেন্টাল হোটেলের সম্পদের ক্ষতি করেছেন। হোটেল ছাড়ার সময় তাঁকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হতো। এ ছাড়া লাহোর বিমানবন্দরে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণ করেছেন। তারা এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।’