শিরোনাম
ম্যাচের ৬৫ মিনিটে বদলি হয়ে মাঠে নামার সময় গাভির অদ্ভুত লাগার কথা। জন্মের পর বার্সেলোনাকে কখনো ইউরোপে দ্বিতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে দেখেননি। আজ তাঁকে-ই কি না খেলতে হলো বার্সার নতুন করে সব শুরুর ম্যাচ, সেখানে জয়টাও মেলেনি!
২০০৪ সালের পর এবারই প্রথম ইউরোপে দ্বিতীয় স্তরের (ইউরোপা লিগ) টুর্নামেন্টে নেমেছে বার্সা। ক্যাম্প ন্যু-তে আজ নকআউট রাউন্ড প্লে অফ প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করায় বার্সার চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের পথে শুরুটা ভালো হলো না।
ইউরোপা লিগে নেমে যাওয়ার পর এটাই ছিল বার্সার প্রথম ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে ফেরার প্রতিজ্ঞা নিয়ে শুরুতেই হোঁচট খেলেন কোচ জাভি হার্নান্দেজ। নাপোলির মাঠে ফিরতি লেগ ২৪ ফেব্রুয়ারি।
পিছিয়ে পড়ে ড্র করলেও জেতার সুযোগও পেয়েছিল বার্সা। ওসমান দেম্বেলে ৬৫ মিনিটে বদলি হয়ে নামার পর ডান প্রান্ত দিয়ে আক্রমণের ধার বাড়ায় কাতালান ক্লাবটি। ৮৭ মিনিটে দেম্বেলের তৈরি করা আক্রমণ থেকে ব্যাক হিল করে দারুণ পজিশনে দাঁড়ানো ফেরান তোরেসকে বল দেন পেদ্রি। বার্সা ফরোয়ার্ড অবিশ্বাস্যভাবে গোলপোস্টের বাইরে বল মারেন।
যোগ করা সময়ের ৬ মিনিটসহ ম্যাচের শেষ দশ মিনিটে চার-পাঁচটি ভালো আক্রমণ থেকেও গোল আদায় করতে পারেননি দেম্বেলে-ডি ইয়ং-তোরেসরা।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে সমতায় ফেরানো তোরেস। বক্সের মধ্যে 'হ্যান্ডবল' এর অপরাধ করেন নাপোলি ডিফেন্ডার হুয়ান জেসুস। মাঠের রেফারি খেয়াল না করায় খেলা চলছিল। কিছুক্ষণ পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে ধরা পড়ে ওটা পেনাল্টি ছিল।
প্রথমার্ধে তোরেস গোলের সুযোগ নষ্ট না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বার্সা। ৩৬ মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন তোরেস। খুব কাছ থেকেও পোস্টের বাইরে বল মারেন।
তবে ২৮ মিনিটে আরও সহজ সুযোগ পেয়েছিলেন তোরেস। বক্সের মধ্যে চলতি বলে পোস্টের বাইরে শট নেন। তোরেস ফরোয়ার্ড হয়ে ফিনিশিংয়ে ভুগলেও, নাপোলির মিডফিল্ডার পিওতর জিয়িলেনিস্কি দেখিয়েছেন কীভাবে ফিনিশ করতে হয়।
পরের মিনিটেই বুদ্ধিদীপ্ত আক্রমণ থেকে শট নেন জিয়িলেনিস্কি। বার্সা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন প্রথম দফায় তাঁকে রুখে দিলেও ফিরতি বলে নেওয়া শটে আর পারেননি।