‘ছোট চাচাই আমার প্রথম ক্রিকেট কোচ’

ফানাম নিউজ
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১

চট্টগ্রামের বিখ্যাত ক্রীড়া পরিবার কাজীর দেউড়ির খান পরিবার শোকে স্তব্ধ৷ সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন আকবর খান। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খানের ছোট ভাই তিনি। এছাড়া নাফিস ইকবাল ও তামিম ইকবালের চাচাও ছিলেন। 

আকবর খানও ক্রিকেট খেলতেন। নিয়মিত চট্টগ্রাম লিগে দেখা যেত তাকে৷ ভাতিজাদের নিয়েও চলত তার ক্রিকেটানন্দ। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম জানালেন, তার প্রথম ক্রিকেট কোচ ছিলেন চাচা আকবর খান। তার কাছ থেকেই পেয়েছিলেন ক্রিকেটের মৌলিক শিক্ষা। 

তামিম ফেসবুকে লিখেছেন, 'আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'

ওয়ানডে অধিনায়ক বলেন, 'তিনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।'

তামিম যোগ করেন, 'মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।'

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন আকবর খান। বৃহস্পতিবার দিবাগত রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। আজ বাদ আসর জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।