শিরোনাম
যেকোনও দলের কাছে তারা সম্পদ। তাদের দলে নেওয়ার জন্য মরিয়া থাকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু এবারের মেগা নিলামে এমন ১০ জন খেলোয়াড়দের তালিকা তৈরি করলেন স্টার স্পোর্টসের বিশেষজ্ঞরা, যাদের তুলমামূলকভাবে সস্তায় পেয়ে গিয়েছে দলগুলো।
দেখে নিন তাদের তালিকা-
১. মুস্তাফিজুর রহমান: সাদা বলে দুর্দান্ত কাটার মাস্টার মুস্তাফিজ। ডেথ ওভারে তিনি এখনও আতঙ্কের কারণ ব্যাটারদের জন্য। তাকে ভিত্তিমূল্যের দুই কোটি রুপিতে পেয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস, যা অনেক সস্তা বলে জানিয়েছে স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ দল।
২. যুজবেন্দ্র চাহাল। তাকে ৬ কোটি ৫০ লাখ রুপিতে পেয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। যিনি ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর থেকে আইপিএলে সবথেকে বেশি উইকেট পেয়েছেন। সেইসময় থেকে তিনি মোট ১৩৯টি উইকেট নিয়েছেন।
৩. ডেভিভ ওয়ার্নার: একমাত্র গত মৌসুমে ছন্দে ছিলেন না ওয়ার্নার। তাছাড়া প্রতিবারই আইপিএলে ভালো খেলেছেন তিনি। ২০১৬ সালে তার নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
৪. কুইন্টন ডি’কক: বাঁ-হাতি ব্যাটার। ইনিংস ওপেন করেন তিনি। সেই সঙ্গে উইকেটকিপার। সব মিলিয়ে যেকোনও দলের কাছে সম্পদ তিনি। তাকে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে পেয়ে গিয়েছে লখনউ সুপার জায়েন্টস।
৫. কাগিসো রাবাদা: ৯ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। স্টার স্পোর্টসের বিশেষজ্ঞদের মতে, যেকোনও ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা পেসারকে তুলনামূলক সস্তায় পেয়ে গিয়েছে অনিল কুম্বলের দল। তবে তুখোড় ফর্মের রাবাদা ও ছন্দহীন রাবাদার মধ্যে পার্থক্যটা বেশ বড়, যা পাঞ্জাবের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
৬. প্যাট কামিন্স: গতবার নিলামে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি। এবার বিশ্বের এক নম্বর টেস্ট বোলারকে মাত্র ৭ কোটি ২৫ লাখ রুপিতে পেয়ে গিয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
৭. ইশান কিষান: ১৫ কোটি ২৫ লাখ রুপি দর উঠলেও বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত লাভবান হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তালিকায় ষষ্ঠ স্থানে আছেন তিনি।
৮. ফ্যাফ ডু প্লেসিস: সাত কোটি রুপিতে তাকে পেয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। যিনি বরাবর চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার সামলে এসেছেন। গতবারের আইপিএলেও দুরন্ত ছন্দে ছিলেন তিনি। সঙ্গে সম্ভাব্য অধিনায়ক পেয়ে গিয়েছেন বিরাট কোহলিরা।
৯. রাহুল চাহার: ৫ কোটি ২৫ লাখ রুপিতে রাহুল চাহারকে নিয়েছে পাঞ্জাব কিংস। যিনি আইপিএলে মাঝের ওভারগুলোতে যথেষ্ট কার্যকরী। উইকেটও তোলার স্বভাব আছে।
১০. জেসন হোল্ডার: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার। যিনি প্রথম ছয়ে ব্যাট করতে পারবেন। মেরে খেলতে পারেন। প্রয়োজনে বড় ইনিংস গড়ে তোলার কাজও করতে পারবেন। সঙ্গে প্রতি ম্যাচে চার ওভার বল করবেন। এমন এক খেলোয়াড়কে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে পেয়ে যাওয়ায় লখনউ সুপার জায়েন্টসকে ভাগ্যবান মনে করছেন বিশেষজ্ঞরা।