বিপিএলের প্লে অফে কে কার বিপক্ষে খেলবে

ফানাম নিউজ
  ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। গ্রুপ পর্বের শেষ দিন প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। 

এর আগে প্লে অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

গ্রুব পর্ব শেষে এখন শীর্ষে আছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে  দ্বিতীয়স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

আর ১০ ম্যাচ শেষে সমান ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। 

প্লে অফ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। আর বিপিএলের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে। 

প্লে অফে ১৪ ফ্রেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচটি হবে এলিমিনেটর। এই ম্যাচে খেলবে তৃতীয় ও চতুর্থস্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। 

এলিমিনেটর ম্যাচে যে দল হারবে সে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

১৪ ফেব্রুয়ারির দ্বিতীয় ম্যাচটি হবে প্রথম কোয়ালিফাইয়ার। এই ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এ ম্যাচে যে জয় পাবে সে দল সরাসরি ফাইনালে খেলবে।

১৬ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে এলিমিনেটরর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফাইয়ারের পরাজিত দল খেলবে। এখানে যে জয় পাবে সে ফাইনালে যাবে।