শিরোনাম
করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কয়েক দিন ধরে খুসখুসে কাশি ছিল জাতীয় দলের সাবেক এই প্রধান কোচের। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার করোনা পরীক্ষা করান সিডন্স। শনিবার তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে বিশ্রামে বেশি সময় কাটাননি অস্ট্রেলিয়ান এই কোচ। করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতেই ছুটে যান মাঠে। বিপিএল থাকায় আপাতত ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই। যদিও এটাই তার জন্য বড় সুযোগ। বিপিএলের ম্যাচ দেখে ক্রিকেটারদের পরখ করে নিচ্ছেন সিডন্স।
ঢাকায় এসে মাঠে বসে বিপিএলের সব ম্যাচ দেখেছেন তিনি। সিলেট পর্বও বাদ যায়নি। বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে নিয়ে সিলেটে চলে যান অস্ট্রেলিয়ান এই কোচ। মাঠে বসে ম্যাচ দেখার পর হাবিবুল বাশারের সঙ্গে ঘুরে দেখেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড।
এরপর ঢাকা ফিরে শুক্রবার জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমি মাঠ ঘুরে দেখেন সিডন্স। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন উইকেট। এ ছাড়া মিরপুরের ইনডোর, আউটডোরের পাশাপাশি একাডেমিও ভবনও পরিদর্শন করেন তিনি। সিডন্সের সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।
২০২১ সালের জুন থেকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাশওয়েল প্রিন্স। প্রোটিয়া এই কোচ থাকা অবস্থাতেই সিডন্সকে ব্যাটিং পরামর্শক করে নিয়ে আসে বিসিবি। সিডন্স আসার কদিন পর দায়িত্ব থেকে ইস্তফা দেন প্রিন্স। আগে জানানো হয়েছিল, জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বয়সভিত্তিক ক্রিকেটে সিডন্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। প্রিন্সের পদত্যাগের পরে বিসিবি সভাপতি জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সিডন্স।