গেলেন প্রিন্স, ব্যাটিং কোচ হলেন সিডন্স

ফানাম নিউজ
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৮

পারিবারিক কারণ দেখিয়ে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগ পত্র মেইল করেন জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তার একদিন যেতে না যেতেই দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

গত ২ ফেব্রুয়ারি একযুগ পর বাংলাদেশ ফেরেন সাবেক হেড কোচ জেমি সিডন্স। যদিও তিনি কোন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন সেটা অনেকটাই ধোঁয়াশার মধ্যে ছিল।

তবে প্রিন্স পদত্যাগ করায় তার রাস্তাটাও সহজ হয়ে গেল। নাজমুল হাসান বলেছেন, ‘জেমি সিডন্স হচ্ছেন মুশফিক-তামিমদের পরবর্তী ব্যাটিং কোচ।’

ক্রিকেট ভিত্তিক সাইট ইএসপিএনক্রিকইনফো-কে নাজমুল হাসান জানিয়েছেন‘জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন। সিনিয়র ক্রিকেটার ও বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা শুনেছি যে তিনি ভালো কোচ, এ কারণেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে।’

অ্যাশওয়েল প্রিন্সকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পর্যন্ত দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়। তবে দক্ষিণ আফ্রিকান গণমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, অ্যাশওয়েল প্রিন্সের একই পদে জেমি সিডন্স আসায় জায়গা ছেড়ে দিয়েছেন এই প্রোটিয়া কোচ।

বাংলাদেশে আসার পর থেকে ৫৭ বছর বয়সী জেমি সিডন্স বিপিএলের ম্যাচ দেখছেন নিয়মিত। খোঁজ রাখছেন ক্রিকেটারদের। এমন কী বিপিএলের দলগুলোর অনুশীলনেও হাজির হচ্ছেন।