আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত, লক্ষ্য হোয়াইটওয়াশের

ফানাম নিউজ
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩

প্রথম দুটি ম্যাচে জিতেই তিন ম্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারত। সিরিজ থেকে প্রাপ্তি প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং। আজ শুক্রবার সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্যাচ। রোহিত শর্মার দলের সামনে একটাই লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা। 

ক্রিকেট মহলের মতে, সেই লক্ষ্যে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের ৫০ ওভার ব্যাটিং করার মানসিকতাই নেই। তারা মজে রয়েছেন শুধুমাত্র টি-২০ ক্রিকেটে। এমন একটা প্রতিপক্ষের বিরুদ্ধে চাপে থাকার প্রশ্নই ওঠে না। ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের। ভাবনা বরং নিজেদের দলের ব্যাটিং নিয়ে। প্রথম ম্যাচে প্রতিপক্ষের দেওয়া অল্প রানের লক্ষ্য তাড়া করতে সমস্যা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিং করে যে মাত্র ২৩৭ রান বোর্ডে তুলতে পেরেছে ভারত। তবে সুখবর তৃতীয় ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছেন রোহিত শর্মা। ফিরছেন শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার ।

শিখর ধাওয়ান তৃতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন। কারণ দ্বিতীয় ম্যাচে ঋষভকে দিয়ে ওপেন করানোর পরীক্ষা ব্যর্থ হয়েছে। পাশাপাশি কড়া সমালোচনাও শুনতে হয়েছে রোহিত-রাহুলকে। দ্বিতীয় ম্যাচের পরীক্ষা থেকে স্পষ্ট- লোকেশ রাহুল দলে থাকলেও ব্যাটিংয়ের শুরুতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন চাইছে ভারত। সে ক্ষেত্রে শিখর ধাওয়ানই রোহিত শর্মা প্রথম পছন্দ। এরপর তিন নম্বরে বিরাট কোহলি। চার নম্বরে কেএল রাহুল। দলে আসতে পারেন শ্রেয়াস আইয়ারও।

আরও একজনকে প্রথম দলে দেখতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তিনি বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। অনেক দিন পর দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রথম একাদশে ঢোকার অপেক্ষায় আছেন কুলদীপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা হয়েছে। কুলদীপ যে রাহুল-রোহিতের পরিকল্পনায় আছেন, সেটা পরিস্কার বাঁ-হাতি স্পিনারের দলে ফিরে আসা দেখেই। এবার প্রয়োজন তাকে সুযোগ দিয়ে পরীক্ষা করে নেওয়া।