পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে শক্তিশালী টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

ফানাম নিউজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১

দীর্ঘ ২৪ বছর পর প্রথমবার পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার ১৮ জনের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।এবার ঘরের মাঠে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলের মোকাবিলা করতে শক্তিশালী টেস্ট দল ঘোষণা করল পাকিস্তানও।

পাকিস্তানের এই ১৬ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ পেসার নাসিম শাহের। আরও জায়গা হয়নি অভিজ্ঞ ইয়াসির শাহেরও। যদিও তিন তারকাকেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (ক্যাপ্টেন), মুহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মুহাম্মদ নওয়াজ, নোমান আলি, সাজিদ খান, সউদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

রিজার্ভ: কামরান গুলাম, মুহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।