বিপ্লব-লিখনরা সুযোগ পাচ্ছে না কেন, ব্যাখ্যা দিলেন রাজ্জাক

ফানাম নিউজ
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৭

বড় বড় সব দলেই লেগস্পিনার আছে। শুধু বড় দলের কথা বলা কেন, আফগানিস্তানের মতো ক্রিকেটের নবীশ শক্তিকেও রশিদ খানের মতো লেগস্পিনারকে দিয়ে চিনেছে বিশ্ব। কিন্তু বাংলাদেশ দলে বরাবরই একজন লেগির জন্য হাহাকার।

বাংলাদেশ লেগস্পিনার পাচ্ছে না কেন? যারা আসছেন, তারাও কেন থিতু হতে পারছেন না? সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এই সিরিজে কি জোবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো কাউকে সুযোগ দেওয়া হবে?

নির্বাচক আব্দুর রাজ্জাকের কথা শুনে মনে হলো, সে সম্ভাবনা শূন্যের কোটায়। রাজ্জাকের সোজাসাপ্টা কথা, ‘দলে একজন দক্ষ লেগস্পিনার থাকলে অবশ্যই ভালো। তবে দেশে তো কোয়ালিটি লেগস্পিনার নেই। তাই জাতীয় দলে খেলছে না।’

জাতীয় দলের কনিষ্ঠ নির্বাচক বুঝিয়ে দিয়েছেন, যেহেতু লেগস্পিনার লিখন-বিপ্লবরা ঢাকা লিগ আর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ পান না, তাই তাদের জাতীয় দলে নেওয়ার পথটা সুগম নয়।

তাই রাজ্জাকের মুখে এমন কথা, ‘জাতীয় দলের জন্য একটা সময় খুব চেষ্টা করা হয়েছিল যে, মোটামুটি হলেই খেলানো হয়েছে। বিপিএলের মত টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো সুযোগ দেওয়ার জন্য নেবে না। লেগস্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে যখন নেওয়া হয়েছিল মানে টেস্ট ম্যাচে; তারপর হঠাৎ সে ভালো করতে পারেনি বলে বাইরে চলে গেছে।’

রাজ্জাক যোগ করেন, ‘বিপ্লব ভারতের বিপক্ষে মোটামুটি পারফর্ম করেছে। কিন্তু যখন এমন হয়েছে লিগের দলগুলোতেই সে খেলতে পারছে না, ভালো করছে না, তারপর থেকেই বিপ্লব ন্যাশনাল টিমে খেলেনি। একজন থাকলে অবশ্যই ভালো, ভ্যারাইটি আসে। সেজন্য চেষ্টা করা হচ্ছে। তার মানে (নিতেই হবে) এটা কখনোই না।’

রাজ্জাক জানান, টিম কম্বিনেশনের কারণেই লেগস্পিনার খেলানো হচ্ছে না। তিনি বলেন, ‘তারা (লেগস্পিনার) লিগের খেলাই খেলতে পারছে না ঠিকমত। যদি লিগের খেলা ঠিকভাবে না খেলে, আন্তর্জাতিক ম্যাচ কিভাবে খেলবে। সেটা তো চিন্তা করতে হবে। এভাবে কি জাতীয় দলে দেওয়া সম্ভব? আমি তো দেখতেই পাচ্ছি না তাকে (বিপ্লব)। আমি তো দেখিনি কোথাও।’

সূত্র: জাগো নিউজ