শিরোনাম
কয়েক দশকের মধ্যে এক কঠিন পরিস্থিতির মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস। চীনে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শুরু হলো আলোচিত এ গেমস।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেইজিংই একমাত্র শহর যেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা পেল। যেখানে অলিম্পিক ইভেন্টগুলো হচ্ছে সেখানে বরফের যে ঢাল তার বেশিরভাগই মানুষের তৈরি।
ভেতরে যে বরফের প্রতিযোগিতার রিংক তৈরি করা হয়েছে, সেখানে বরফ যাতে না গলে তার জন্য হিমশীতল পরিবেশ তৈরি করা হয়েছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০৯টি আলাদা ইভেন্টে প্রতিযোগিতা করছেন প্রায় তিন হাজার অ্যাথলেট।
এরপরে হবে শীতকালীন প্যারালিম্পিক। যেখানে ৭৮টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন প্রায় সাড়ে সাতশ অ্যাথলেট।
বেইজিং শীতকালীন অলিম্পিকের ম্যাসকট ও প্যারালিম্পিকের ম্যাসকটের সামনে ছবি তুলছে অনেক উৎসাহী মানুষ।
তবে একমাত্র ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির সদস্য ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর কর্মচারীরা আমন্ত্রিত অতিথি হিসেবে ইভেন্ট দেখতে পারবেন। তারপরেও অলিম্পিক স্টেডিয়ামে ঢোকার জন্য তাদের করোনা পরীক্ষা ও কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। আর উৎসাহী সাধারণ মানুষকে খেলা দেখতে হবে টিভির পর্দায়।