মাংসপেশির চোটে অবসর নিতে বাধ্য হতে পারেন রামোস

ফানাম নিউজ
  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ১৫ ফেব্রুয়ারি পার্ক দেস প্রিন্সেসে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। চোট পাওয়া সের্হিও রামোসকে এ ম্যাচে পিএসজির না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বেশ আগেই ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পায়ের মাংসপেশিতে পাওয়া চোট কাটিয়ে রামোসের তার আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। ডান পায়ের মাংসপেশিতে পুরোনো চোটের সঙ্গে ‘সোলাস মাসল’–এ নতুন চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার।

রিয়ালে ১৬ বছরের ক্যারিয়ার শেষ করে মৌসুম শুরুর আগে পিএসজিতে যোগ দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত মাত্র ৫ ম্যাচ খেলেছেন রামোস। মৌসুমজুড়েই চোটে ভুগছেন তিনি। মাত্র ২ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ৩৫ বছর বয়সী এ তারকা।

এক বছরের বেশি সময় পায়ের মাংসপেশির চোটে ভোগা রামোসকে নিয়ে দুশ্চিন্তার এক খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লা প্যারিসিয়ান’—পুরোনো এই চোট তাঁকে অবসর নিতে বাধ্য করতে পারে। এ মৌসুমে পিএসজির হয়ে মাত্র ২৮৪ মিনিট মাঠে ছিলেন রামোস।

আগামী মাসেই ৩৬–এ পা রাখতে যাওয়া রামোসের চোট নিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মৌসুমেও একই চোটে ভুগেছেন তিনি। এ কারণে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে চেলসির বিপক্ষে তাঁকে পায়নি রিয়াল।

স্পেন কোচ লুইস এনরিকেও রামোসকে বাইরে রেখে ইউরোর দল গড়তে বাধ্য হন। পার্থক্য হলো, গত মৌসুমে তিনি ভুগেছেন বাঁ পায়ে মাংসপেশির চোটে, এখন ডান পায়ে সেই একই চোট ভোগাচ্ছে তাঁকে। অর্থাৎ, রামোসের দুই পায়ের মাংসপেশিই বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্স জাতীয় দলের সাবেক চিকিৎসক জ্যাঁ–মার্সেল ফেরেত রামোসের এ চোটের নাম দিয়েছেন ‘ওল্ড কাফ সিনড্রোম।’

সংবাদমাধ্যমটিকে ফেরেত বলেছেন, এসব চোট বাজে। কখন কীভাবে হয়ে যাবে, তা বলা দুষ্কর। পায়ের মাংসপেশির তন্তুগুলো কী অবস্থায় আছে, সেটাই দেখার বিষয়। কারণ, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ১৯ মৌসুম কাটিয়ে দেওয়ার পথে তিনি মাংসপেশিতে অনেক আঘাত সহ্য করেছেন, সেগুলো কতটা দুর্বল হয়েছে, তা দেখতে হবে।’

ফেরেত জানান, রামোসের পায়ে মাংসপেশির তন্তু ভালোভাবে সংকোচন–প্রসারণের কার্যক্ষমতা হারাচ্ছে। তাতে অল্পতেই তাঁর চোটে পড়ার সম্ভাবনা আরও বেড়েছে। এ ছাড়া এক পায়ের মাংসপেশিতে পাওয়া চোটের যত্ন নিতে গিয়ে রামোস অজান্তেই আরেক পায়ের মাংসপেশির সংকোচন–প্রসারণক্ষমতা দুর্বল করে ফেলেছেন বলে মনে করেন ফেরেত।

বর্তমান চোট নিয়েই মাদ্রিদে কয়েকবার যাতায়ত করেছেন রিয়ালে সোনালি সময় কাটানো রামোস। তাতে তাঁর ক্ষতিই হয়েছে বলে মনে করেন ফেরেত। লা প্যারিসিয়ানের প্রতিবেদনের শিরোনাম তাই ‘চোটের পর চোট...রামোসের সমাপ্তি?’ ফেরেত মনে করেন, রিয়ালের বিপক্ষে প্রথম লেগ তো বটেই, ৯ মার্চ ফিরতি লেগেও পিএসজি তাঁকে পাবে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে।