বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে ফিফার চাপ

ফানাম নিউজ
  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৮

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে অ্যালকোহল বা মদ বিক্রির অনুমতি দিতে চাপ দিচ্ছে আয়োজক কাতারকে। খবর মিডল ইষ্ট মনিটরের।

গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কাতারের কর্মকর্তারা এখন ভাবছেন বিশ্বকাপের সময় মদ বিক্রির অনুমতি দেবেন না কি মদের ব্যপারে তারা যে কঠোর নীতি মেনে চলেন সেটি বজায় রাখবেন।

একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, অ্যালকোহলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কাতার।যদিও আয়োজকরা বিশ্বকাপে দর্শকদের চাহিদা পূরণের ব্যপারে ইচ্ছা প্রকাশ করেছেন।

রাষ্ট্রীয়ভাবে প্রায় সব রেষ্টুরেন্টে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে রেখেছে কাতার। শুধুমাত্র বড় হোটেল অথবা রিসোর্টগুলোতে অ্যালকোহল পাওয়া যায়।

আর কোনো বিদেশী যদি বাড়িতে বা হোটেল রুমে বসে অ্যালকোহল বা মদ পান করতে চান তাহলে তাদের কাতার এয়ারওয়েজ পরিচালিত একটি দোকান থেকে তা কিনতে পারেন।

সূত্র: মিডল ইষ্ট মনিটর