শিরোনাম
সিলেটে শেষ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। আফগানদের বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারের মিশন শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে শ্রীলঙ্কায় যাচ্ছে টাইগার যুবারা।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পা রাখবে মেহরব হোসেনরা। এই সফরে রয়েছে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অনুষ্ঠিত হবে সিরিজটি
ঘরের মাঠে আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও একমাত্র চারদিনের ম্যাচটি শেষ হয়েছে ২৫ সেপ্টেম্বর, শনিবার। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতলেও একমাত্র চারদিনের ম্যাচটি হেরে যায় বাংলাদেশ অ-১৯ দল।
চূড়ান্ত সূচি অনুযায়ী লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগামী ১৫ অক্টোবর সিরিজ শুরু। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত করেনি সিরিজের ভেন্যু।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখেই প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজগুলো খেলছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।