ব্রাজিলের দল সাজানোতে রিয়াল মাদ্রিদের লাভ

ফানাম নিউজ
  ৩১ জানুয়ারি ২০২২, ০০:১৭

রিয়াল মাদ্রিদের অনুরোধটা তাহলে ঘুরিয়ে-পেঁচিয়েই রাখছেন ব্রাজিল কোচ তিতে! রিয়ালের জন্য তা আপাতত মন্দের ভালো।

আগামী পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা ব্রাজিলের জন্য এই ম্যাচে সেই অর্থে জয়-হারে তেমন বড় ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, শুধু বাছাইপর্বে অপরাজেয় যাত্রাটা থেমে যাবে আর কী! তবে এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ দেখে কিছুটা স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের দুই ব্রাজিলিয়ান কাসেমিরো ও ভিনিসিয়ুসকে এই ম্যাচে একাদশে না রাখারই পরিকল্পনা ব্রাজিল কোচ তিতের, শোনা যাচ্ছে এমনটাই।

করোনার কারণে বড় অসময়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুই রাউন্ড হচ্ছে এবার। ইউরোপের বড় ক্লাবগুলোর যন্ত্রণা এতে আরও বেড়েছে! একদিকে আফ্রিকায় কাপ অব নেশনস হচ্ছে, সেটির জন্য মাসজুড়ে আফ্রিকান খেলোয়াড়দের পাচ্ছে না ক্লাবগুলো, এর মধ্যে লাতিন খেলোয়াড়দেরও ছাড়তে হলো।

রিয়াল মাদ্রিদের অবশ্য আফ্রিকান খেলোয়াড় নেই, তবু লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই রিয়ালের জন্য বড় যন্ত্রণা হয়ে এসেছে।

লাতিন অঞ্চলের বাছাইপর্বের এবারের রাউন্ডের ম্যাচগুলো শেষ হচ্ছে বাংলাদেশ সময় ২ ফেব্রুয়ারি সকালে। ব্রাজিলের ম্যাচটিই যেমন, শেষ হবে সকাল সাড়ে আটটার দিকে। আর বাংলাদেশ সময় ৪ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটেই স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ ব্রাজিলের ম্যাচের শেষ আর রিয়ালের ম্যাচের শুরুর মধ্যে ব্যবধান ৪২ ঘণ্টার।

গত মৌসুম থেকে নিয়ম বদলে যাওয়ার পর এখন স্প্যানিশ কাপের সেমিফাইনালের আগপর্যন্ত প্রতিটি পর্বই এক ম্যাচের (আগে দুই লেগের হতো)। তার মানে, হেরে গেলে বিলবাওয়ের মাঠ সান মামেসেই শেষ হয়ে যাবে রিয়ালের একটি শিরোপার দৌড়। এমন ম্যাচে সর্বশক্তি নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে ঝাঁপাতে চাইতেন রিয়াল কোচ আনচেলত্তি।

কিন্তু লাতিন অঞ্চলের বাছাইপর্বের জন্য সেটি আর হচ্ছে কই! রিয়ালের চার ব্রাজিলিয়ান—কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও ও রদ্রিগো এবারের ব্রাজিল দলে ডাক পেয়েছেন। তাঁদের মধ্যে প্রথম তিনজনই রিয়ালের একাদশে নিয়মিত।

রিয়াল তাই ব্রাজিল দলের কাছে অনুরোধ করেছিল, চারজনকে যাতে বাছাইপর্বে এবারের দুই ম্যাচের মধ্যে প্রথমটির পরই ছেড়ে দেয়। কিন্তু রিয়ালকে সেই সুবিধা নিলে অন্য ক্লাবগুলোও একই দাবি নিয়ে হাজির হবে, এ কারণে সে অনুরোধ ফিরিয়ে দিয়েছে ব্রাজিল।

তবে এখন দেখা যাচ্ছে, রিয়ালের জন্য কিছুটা সুবিধা হয়ে আসছে ব্রাজিল কোচ তিতের আরেক সিদ্ধান্ত।

মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কাসেমিরো ও ভিনিসিয়ুসকে বেঞ্চে রেখেই একাদশ সাজাচ্ছেন তিতে। এ দুজনই ইকুয়েডরের বিপক্ষে গত শুক্রবার ব্রাজিলের ম্যাচে একাদশে ছিলেন। রদ্রিগোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

রিয়ালের মূল একাদশে নিয়মিত আরেক ব্রাজিলিয়ান মিলিতাও এমনিতেই প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে পারতেন না, ইকুয়েডরের বিপক্ষে হলুদ কার্ড দেখায় প্যারাগুয়ের বিপক্ষে নিষিদ্ধ থাকছেন তিনি। তাঁকে আগেই মাদ্রিদে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে ব্রাজিল।

মিলিতাও তো ফিরেছেন, এখন ভিনিসিয়ুস আর কাসেমিরোকে নিয়েও সুখবর পেল রিয়াল। ব্রাজিল আর রিয়ালের ম্যাচের মধ্যে ৪২ ঘণ্টার ব্যবধান, এর মধ্যে রিয়ালের ব্রাজিলিয়ানরা দক্ষিণ আমেরিকা থেকে উড়াল দিয়ে মাদ্রিদে যাবেন, বিশ্রাম নেবেন...এমনিতেই শরীরের ওপর ধকল যাবে অনেক। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে মূল একাদশে না থাকা মানে অন্তত ধকল একটু কম পোহাতে হবে কাসেমিরো-ভিনিসিয়ুসকে।

সে ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামে ‘জেট ল্যাগ’ কাটিয়ে উঠতে পারলেই বিলবাওয়ের বিপক্ষে দুজনকেই পাবে রিয়াল।