শিরোনাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের প্রথম ম্যাচে খেলতে নামে মিনিস্টার ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচটিতে একটি উইকেট তুলে নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
আর এক উইকেট নিয়েই নতুন দুইটি কীর্তি গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রথমটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি।
মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচটিতে নামার আগে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৩৯৯টি। তিনি ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে ক্যাচ আউট করে নিজের ক্যারিয়ারের ৪০০তম উইকেটটি পূর্ণ করেন।
আর দ্বিতীয় কীর্তি হলো সাকিব টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০ বা তার বেশি উইকেট এবং সঙ্গে ৫ হাজার বা তার বেশি রান করেছেন ।
৪০০ উইকেট নেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সাকিব এখন পর্যন্ত করেছেন ৫ হাজার ৬১০ রান।
এর আগে এমন কীর্তিটি ছিল শুধুমাত্র ক্যারিবিয়ান হার্ডহিটার ডোয়াইন ব্রাভোর। এখন ব্রাভোর পাশে নাম লেখালেন সাকিবও। ব্রাভো এখন পর্যন্ত শিকার করেছেন ৫৫৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৭২ রান।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেয়া পাঁচ বোলার
১। ডোয়াইন ব্রাভো - ৫১৪ ম্যাচে ৫৫৫ উইকেট
২। ইমরান তাহির - ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট
৩। সুনিল নারিন - ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট
৪। রশিদ খান - ৩০০ ম্যাচে ৪২০ উইকেট
৫। সাকিব আল হাসান - ৩৫৩ ম্যাচে ৪০০ উইকেট