শিরোনাম
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি। সূত্র: যুগান্তর
শুক্রবার ঘোষিত এ সূচিতে দেখা গেছে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই ঘটনা ঘটতে যাচ্ছে ২০২২ বিশ্বকাপে।
কারণ ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে এবারও। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। রোহিত শর্মার দলের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান।
এমন সূচি দেখে এখন থেকেই উত্তেজনাময় পরিস্থিতির শুরু হয়ে গেছে পাক-ভারত সমর্থকদের মাঝে।
২০২১ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। যে ম্যাচ ১০ উইকেটে হেরে গিয়ে নাস্তানাবুদ হয়েছিল বিরাট কোহলির ভারত।
এবার তা হলে প্রতিশোধ নেওয়ার পালা! তা দেখতে অপেক্ষা করতে হবে প্রায় ৯ মাস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো।
প্রথম গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং কোয়ালিফাই পর্ব থেকে উঠে আসা আরও দুদল।
ভারত রয়েছে দ্বিতীয় গ্রুপে, যেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। এ ছাড়া প্রথম রাউন্ডে বি-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে এতে।
বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেড ওভালে ভারত মুখোমুখি হবে ২ নভেম্বর। এর আগে ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই হওয়া গ্রুপ এ-এর রানারআপের বিপক্ষে খেলবে ভারত। ৩০ অক্টোবর পার্থে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আর ৬ নভেম্বর গ্রুপ-বি-এর শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর। এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
একই দিন পার্থে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানিস্তান।
সেমিফাইনাল দুটি হবে ৯ ও ১০ নভেম্বর যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ফাইনাল।