শিরোনাম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে নতুন ভূমিকায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ন চন্দরপলকে। সিপিএলের ২০২২ সালের আসরে জ্যামাইকা তালাওয়াজের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।
সাবেক ক্রিকেট ফ্লয়েড রেইফারের জায়গায় জ্যামাইকার কোচ হচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব গ্রহণ করায় জ্যামাইকার দায়িত্ব ছেড়েছেন রেইফার। চন্দরপলকে হেড কোচ করার পাশাপাশি কিংবদন্তি পেসার স্যার কার্টলি অ্যামব্রোসকে বোলিং কোচ করেছে জ্যামাইকা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ১৬৪ টেস্ট, ২৬৪ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চন্দরপল। যেখানে তার নামের পাশে রয়েছেন ২০ হাজারের বেশি আন্তর্জাতিক রান।
জ্যামাইকা তালাওয়াজের মালিক কৃষ্ণা পারসুদ বলেছেন, ‘খেলোয়াড়ি জীবনে দারুণ এক ক্যারিয়ার পার করেছেন চন্দরপল। খেলাটির একজন কিংবদন্তি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নিষ্ঠার সঙ্গে সার্ভিস দিয়েছেন তিনি। আমি জানি তালাওয়াজকেও নতুন উচ্চতায় নিয়ে যাবেন চন্দরপল।’
এছাড়া অ্যামব্রোসের বিষয়ে জ্যামাইকার মালিক বলেন, ‘তালাওয়াজ দলে অনেক টেকনিক্যাল দক্ষতা ও অভিজ্ঞতা বয়ে আনবেন সার কার্টলি অ্যামব্রোস। আমরা তাকে দলে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’