শিরোনাম
গত কয়েক মৌসুম ধরে উড়ন্ত ফর্মে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। গত বছরে ব্যালন ডি'অরে ছিলেন মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী। সূত্র: যুগান্তর
নতুন বছরেও ফর্ম অব্যাহত রেখেছেন। আর এভাবেই পৌঁছে গেছেন দারুণ এক মাইলফলকে।
শনিবার রাতে বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লেওয়ানডস্কি। তার হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
এর সঙ্গে ব্যক্তিগত এক মাইলফলকে পৌঁছে গেছেন পোলিশ তারকার। বুন্দেসলিগার ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ গোল পূরণ করলেন লেওয়ানডস্কি।
তার আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০'র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। বুন্দেসলিগায় মুলারের গোলসংখ্যা ৩৬৫ গোল।
গত মৌসুমে ৪১ গোল করেন লেওয়ান। যা কি না বুন্দেসলিগার রেকর্ড। চলতি মৌসুমেও একই পথে হাঁটছেন বায়ার্ন তারকা। এখন পর্যন্ত লিগে ১৯ ম্যাচে করেছেন ২৩ গোল। বাকি ১৫ ম্যাচে ১৯ গোল করলে নিজের রেকর্ডই ভেঙে দেবেন তিনি।
এদিকে লেওয়ানডস্কির হ্যাটট্রিকের ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে বায়ার্নের। লিগের ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।