১৫ বছরে ৩ উইকেট পেলেন নিউজিল্যান্ডের সেই ক্রিকেটার

ফানাম নিউজ
  ১১ জানুয়ারি ২০২২, ১৩:৪০

দিনের আলো কমে আসছে। দ্বিতীয় নতুন বলের তখন বাকি ১ ওভার। অধিনায়ক টম ল্যাথাম বল তুলে দিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা তারকা খেলোয়াড় রস টেলরের হাতে। 

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের তার হাতেই বাজল বাংলাদেশের বিদায়ের ঘণ্টা। টেলরের ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা হলো রূপকথার মতো।

তৃতীয় বলে ইবাদত হোসেন তুলে মারতে গেলেন তাকে, উঠল ক্যাচ। ক্যাচ নিলেন ল্যাথাম, টেলর পেলেন ক্যারিয়ারের তৃতীয় উইকেট। এর মাধ্যমেই অলআউট হলো মুমিনুল হকরা। 

নিউজিল্যান্ড জিতল ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। ১-০ থেকে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড সিরিজ ড্র করল।

এ ম্যাচে রস টেলর মাত্র ৩ বল করেই এক উইকেট শিকার করেছেন। 

১১২ টেস্টের ক্যারিয়ারে মাত্র অষ্টম ইনিংসে বোলিং করেছেন টেলর। ২০১৩ সালে সর্বশেষ বোলিং করেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। 

১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯০৯ রান রয়েছে তার দখলে। অপরদিকে, ওয়ানডেতে ২৩৩টি ম্যাচ খেলে ৮৫৮১ রান এবং ১১০টি টেস্ট খেলে ৭৫৮৪ রান করেছেন টেলর (বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত) , যা দুই ফরম্যাটেই নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে সর্বাধিক।