শিরোনাম
নিউজিল্যান্ডের মাটিতে লড়াই করাও যেখানে স্বপ্নের মতো ছিল, সেখানেই দাপটে খেলে টেস্ট জিতেছে বাংলাদেশ। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া এক জয়ের পর এবার কিউইদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের।
আগামীকাল (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয় না হোক, এই টেস্টটি ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুল হকের দল।
তবে বাংলাদেশ এখন এতটাই আত্মবিশ্বাসী, ড্র নিয়ে ভাবছে না। দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ রাখঢাক না রেখেই বললেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রস্তুতি কেমন? তাসকিন জানালেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’
কাল থেকে শুরু টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে চায় টাইগাররা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে দল, এমন কথা জানিয়ে তাসকিন বলেন, ‘ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’