শিরোনাম
সমর্থকদের রোষের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। তাকে মোটু বলে ক্ষেপাল সমর্থকরা।
আগামীর তারকা ফুটবলার তৈরির উদ্দেশ্যে নিজেরই ছোটবেলার ক্লাব ক্রুজেইরোর মালিকানা কিনে নিয়েছেন রোনাল্ডো।
ক্লাবে অনেক দিন খেলা গোলকিপার ফাবিও ‘নতুন প্রশাসনে’র সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলার জেরে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর রোনালদোর বিরুদ্ধেই ক্ষেপেছেন ক্রুজেইরোর সমর্থকরা।
শত শত সমর্থক মিছিল করেছেন ক্লাবের অনুশীলন মাঠের বাইরে। স্লোগানে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো রোনাল্ডোর মুটিয়ে যাওয়া নিয়েও খোঁচা মেরেছেন তারা।
সমর্থকদের উদ্দেশে খোলা চিঠিতে ৪১ বছর বয়সী ফাবিও জানিয়েছেন, আমার চুক্তি নবায়নের ব্যাপারে ক্লাবের আগের প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছে। কিন্তু এ নতুন প্রশাসন আমাকে সে সুযোগ দিচ্ছে না।
ফাবিওর ঘোষণার পর ক্রুজেইরো অবশ্য নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ফাবিওকে সম্মান জানিয়ে অনেক টুইট করেছে, কিন্তু ফ্যাবিওর অভিযোগের জবাব কোনো টুইটে দেয়নি।
এতেই ক্ষেপেছে ক্লাবের সমর্থকরা। ক্রুজেইরোর সংগঠিত সমর্থক গোষ্ঠী ক্লাবের অনুশীলন মাঠের সামনে এসে মিছিল করে, সেখানে তাদের স্লোগান ছিল- ‘মোটা রোনাল্ডো! বাইরে এসো, সবকিছুর ব্যাখ্যা দাও!’
বেলো হরিজন্তে অঞ্চলের ক্লাবটি ব্রাজিলের ফুটবলে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি ঠিকই, কিন্তু এখন আর সেরাদের সারিতে নেই। শীর্ষস্তরের লিগেই এখন আর খেলছে না!
দুই বছর ধরে দ্বিতীয় বিভাগে খেলা ক্রুজেইরোর শীর্ষ স্তরে ফেরার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্লাবটির আর্থিক দুর্গতিও। দেনার দায়ে জর্জরিত ক্লাবটিকে গত মাসে ৭ কোটি ডলার খরচ করে কিনেন রোনাল্ডো।