রস টেইলরের বাহবা পেল বাংলাদেশ ক্রিকেট

ফানাম নিউজ
  ০৭ জানুয়ারি ২০২২, ১৫:৩১

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন রস টেইলর। মাউন্ট মঙ্গানুই আর ক্রাইস্টচার্চে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলেই সাদা জার্সিটা উঠিয়ে রাখবেন সযত্নে। সূত্র: আরটিভি

অথচ শেষ বেলায় এসে তাকে দেখতে হলো বাংলাদেশের কাছে হার। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ম্যাচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন কিউইদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কেননা এর আগে তিন ফরম্যাটে ৩২টি ম্যাচ খেললেও ছিল না কোনও জয়।

এই হার নিউজিল্যান্ডের মতো টেইলরের কাছেও বিব্রতকর। তবে বাহবা দিচ্ছেন বাংলাদেশকে। এই কিউই ব্যাটার বলছেন, বাংলাদেশের এই জয় টেস্ট ক্রিকেটের জন্যই ভালো হয়েছে।

“দেখুন সামগ্রিক দিক থেকে দেখলে এটি শুধু বাংলাদেশের জয় নয়, বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ একটা জয়। তবে হ্যাঁ, হারের পর আমরা হতাশ হয়েছি। আমরা ভালো খেলতে পারিনি, তাই আমরা হেরেছি। এটাও ঠিক যে, টেস্ট ক্রিকেটে টিকে থাকতে হলে এই জয়টা অনেক দরকার ছিল বাংলাদেশের।”

এর আগেও বাংলাদেশের কাছে হেরেছে কিউইরা। ২০১০ ও ২০১৩ সালে বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হবার স্বাক্ষী এই রস টেইলর। তবে দেশের মাটিতে বাংলাদেশের কাছে অপরাজিত থাকা কিউইদের বৃত্ত ভেঙেছে জয়ের। দেশের মাটিতে হারলেও টেইলর দেখছেন বাংলাদেশের দারুণ ভবিষ্যৎ।

“আমরা হেরেছি তবে এই জয় অনেক আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ভবিষ্যতে দেশের বাইরে খেলতে গেলেও এই জয়টা তাদের অনুপ্রেরণা জোগাবে নিশ্চিতভাবে।”

আগামী রোববার, ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।