শিরোনাম
করোনার ঢেউ যেভাবে ইউরোপজুড়ে আছড়ে পড়ছে, তাতে মানুষের স্বাভাবিক জীবনই ব্যাহত হওয়ার অবস্থা। প্রভাব পড়ছে খেলাধুলায়ও।
ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা থেকে শুরু করে ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে করোনার কারণে একের পর এক ম্যাচ স্থগিত করা হচ্ছে। তবু খেলোয়াড়, কোচদের আক্রান্তের তালিকা থেকে দূরে রাখা যাচ্ছে না।
কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজি তারকা লিওনেল মেসি। এবার করোনায় আক্রান্ত হলেন তার গুরু ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ফলে এফএ কাপে সুইনডন টাউনের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচে থাকছেন না তিনি।
গার্দিওলা একাই নন, করোনা আক্রান্ত হয়েছেন তার সহকারী ইউয়ানমা লিয়োও। দুজনেই বর্তমানে আছেন বাধ্যতামূলক আইসোলেশনে।
ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মঙ্গলবার সিটি ম্যানেজারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, সঙ্গে তার সহকারী ইউয়ানমা লিয়োও আক্রান্ত হয়েছেন। দুজন বর্তমানে আইসোলেশনে আছেন, সঙ্গে আগে থেকেই মূল দলের বাবলে করোনায় আক্রান্তরাও আছেন স্বেচ্ছা নির্বাসনে।’
আগামীকাল (শুক্রবার) দলের মূল কোচকে ছাড়াই এফএ কাপে খেলতে নামবে ম্যান সিটি। প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল সুইনডন টাউন।