শিরোনাম
বয়স মাত্র ত্রিশ। ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারতেন কমপক্ষে আরও ৭-৮ বছর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলেছেন।
বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলংকার ব্যাটার ভানুকা রাজাপাকসে।
বুধবার অবসরের সিদ্ধান্ত জানিয়ে লংকান ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন রাজাপাকসে। সেখানে পারিবারিক কারণ দেখিয়েছেন।
লিখেছেন, ‘আমি একজন খেলোয়াড় এবং একজন স্বামী, আসন্ন পিতা ও পরিবারের একজন সদস্য হিসেবে খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
রাজাপাকসের এমন সিদ্ধান্তে বিস্মিত শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। রাজাপাকসেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন তিনি।
শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক বলেছেন, আমি বিশ্বাস করি, ভানুকা রাজাপাকসের এখনও দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি তাকে অনুরোধ করছি সে যেন তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা মোটেও সহজ কিছু নয়, এটা গর্বের। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেই এগুতে হয়।
২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রাজাপাকসের। এ পর্যন্ত ১৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে রাজাপাকসের রান করেছেন ৩২০। গত বছরেই ওয়ানডেতে অভিষেক ঘটে তার। এ পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছেন তিনি। আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দেখা যেতে পারে রাজাপাকসেকে।